১। Nid (Smart Card) / পাসপোর্টের সাথে এডমিন আইডির তথ্য (নাম+জন্মতারিখ) ১০০% মিল থাকতে হবে। যাতে কোন প্রকার রেস্ট্রিকশেন আসলে সাবমিট করে আপিল করা যায়।
২। পূর্বে রিজেক্ট হয়েছে এমন পোস্ট বুস্ট করা থেকে বিরত থাকবেন।
৩। গুগল অথবা অন্য কোন সোর্স থেকে ডাউনলোড, অন্যের পেইজে আপলোড করা ছবি/ভিডিও ডাউনলোড করে এডিট করা সেটা পেইজে পোস্ট করা এবং বুস্ট করতে দেয়া যাবে না।
৪। Brand Product or Copy Name পোস্ট করে বুস্ট করা যাবে না।
৫। নতুন পেইজ ওপেন করে সাথে সাথে সেটা তে বুস্ট/প্রমোট চালাবেন না। পেইজ এর প্রয়োজনীয় সব সেটিংস এবং সেকশন গুলো কমপ্লিট করবেন। পেইজে নিয়ম করে একি সময়ে পোস্ট করবেন। অর্গানিক ভাবে ১০০ লাইক করে তারপর প্রমোশন দিলে সেটা পেইজের অথেন্টিসিটি তৈরি করে।