কথা দিয়েছিলাম ফেসবুকের নতুন আপডেট নিয়ে পোস্ট দিবো, কথা রাখলাম
অনেক বেশি হাইপ এবং আমার মেসেঞ্জারে ঝড় তোলা প্রশ্ন!!!

# কেন ধীরে ধীরে আপনার পেইজের অর্গানিক রিচ কমে যাচ্ছে?

#রিচ? রিচ? রিচ? শুধু কি রিচ-ই সব?

আমার কাছে তিনটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই সেগুলোই প্রথমে আলোচনা করলাম। কারণ অজান্তেই এবং নতুন আপডেট সম্পর্কে না জানার কারণে এই তিনটা জিনিস আমরা প্রতিনিয়ত এবং অহরহ করে যাচ্ছি এবং ফেসবুকও সেটার পেনাল্টি (শাস্তি) আপনার পেইজকে দিচ্ছে।

১। পেইজে পোস্ট করার সময় ইমোজি ব্যবহার থেকে বিরত থাকুন। অতি মাত্রায় ইমোজি ব্যবহার পরিহার করে ভালো এবং মানসম্মত কন্টেন্ট লেখার উপর জোর দিন।

২। ফেসবুক পেইজে পোস্ট করার সময় হ্যাশট্যাগ (#) ব্যবহার থেকে বিরত থাকুন।

৩। ভুলেও আপনার এডমিন আইডি থেকে কোন গ্রুপে পোস্ট, লাইভ শেয়ার করবেন না । এমনকি আপনার নিজের প্রোফাইলেও না। টাকা দিয়ে শেয়ার করানো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন।
উপরের সবগুলোই আপনার অর্গানিক রিচ কমার জন্য দায়ী। এতদিন এগুলো নরমাল হলেও ফেসবুক তাদের নতুন এলগরিদমে এগুলোকে স্প্যাম এবং পলিসি ভায়োলেশনের কাতারে
ফেলে দিয়েছে, তাই সাধু সাবধান ।

Scroll to Top